উপকরণঃ
১। রসুন পাতা- ১০/১২ টা
২। শুকনা মরিচ- ৪/৫ টা
৩। রসুন- ১টা
৪। লবণ- স্বাদ মত (প্রায় ১ চা চামচ)
কি ভাবে বানাবেনঃ
১। রসুন ছিলে সব কিছু এক সাথে ধুয়ে নিয়ে পাটায় বেটে নিলেই রসুন পাতার ভর্তা হয়ে গেল।
২। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন।
৩। আমার জন্য রেখে দিতে ভুল করবেন না।
0 comments:
Post a Comment
Thank you for comments, stay with us